Return & Refund Policy
Share
রিটার্ন ও রিফান্ড নীতি
✔ পণ্য ডেলিভারির সময় যদি ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পান, তাহলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।
✔ যাচাই-বাছাইয়ের পর পণ্য রিটার্ন গ্রহণ করা হবে।
✔ পণ্য অবশ্যই অব্যবহৃত ও অক্ষত অবস্থায় থাকতে হবে।
✔ রিটার্ন অনুমোদনের পর রিফান্ড ৫–৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।
✔ কাস্টমার ভুলে অর্ডার করলে বা পছন্দ পরিবর্তনের কারণে রিটার্ন গ্রহণযোগ্য নাও হতে পারে।
বিশেষ অফার বা ডিসকাউন্ট পণ্যের ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নাও হতে পারে।